ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বাবা রিকশাচালক

কাদের মির্জার ক্যাডার থেকে চাঁদাবাজ সমন্বয়ক রিয়াদ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ১০:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 144

কাদের মির্জার ক্যাডার থেকে চাঁদাবাজ সমন্বয়ক রিয়াদ

গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ পান। রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্রপ্রতিনিধির দায়িত্বেও আছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সেনবাগের আবদুল রাজ্জাক সোলায়মান রিয়াদ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডারদের একজন। ২০২০ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কাদের মির্জার কাছে তার অবাধ যাতায়াত ছিল।

এরপর দিনমজুর ও কখনো রিকশাচালক বাবার ছেলে রিয়াদের উত্থান হয় ছাত্র সমন্বয়ক পরিচয়ে। ৫ আগস্টের পর বদলাতে থাকে তার জীবন-জীবিকা। সাধারণ পোশাকের বদলে আসে দামি ব্র্যান্ডের শার্ট-প্যান্ট। গ্রামের বাড়িতে তৈরি করে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। গেল কুরবানির ঈদে লাখ টাকা দামের গরু কোরবানি দিয়েছে রিয়াদ, যা তাদের পরিবারের ইতিহাসে প্রথম।

এলাকাবাসী রিয়াদের উত্থান নিয়ে বেশ কিছুদিন যাবৎ নানা সন্দেহ প্রকাশ করে আসছিলেন। তাদের ভাষ্যমতে, রিয়াদের আয়-উপার্জনের দৃশ্যমান কোনো উৎস ছিল না।

চাঁদার টাকায় নাহিদের শিষ্য রিয়াদের পাকা ভবন নির্মাণ
চাঁদার টাকায় নাহিদের শিষ্য রিয়াদের পাকা ভবন নির্মাণ

অথচ খুব অল্প সময়েই বিত্ত-বৈভবে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। নিজেকে পরিচয় দেন একজন ছাত্রপ্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে।

প্রসঙ্গত, সমন্বয়ক পরিচয়ে রোববার আবদুল রাজ্জাক রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় যান। ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। পুলিশকে বিষয়টি জানালে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদসহ পাঁচ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে। ওই সময় কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাবা রিকশাচালক

কাদের মির্জার ক্যাডার থেকে চাঁদাবাজ সমন্বয়ক রিয়াদ

সর্বশেষ আপডেট ১০:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ পান। রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্রপ্রতিনিধির দায়িত্বেও আছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সেনবাগের আবদুল রাজ্জাক সোলায়মান রিয়াদ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডারদের একজন। ২০২০ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কাদের মির্জার কাছে তার অবাধ যাতায়াত ছিল।

এরপর দিনমজুর ও কখনো রিকশাচালক বাবার ছেলে রিয়াদের উত্থান হয় ছাত্র সমন্বয়ক পরিচয়ে। ৫ আগস্টের পর বদলাতে থাকে তার জীবন-জীবিকা। সাধারণ পোশাকের বদলে আসে দামি ব্র্যান্ডের শার্ট-প্যান্ট। গ্রামের বাড়িতে তৈরি করে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। গেল কুরবানির ঈদে লাখ টাকা দামের গরু কোরবানি দিয়েছে রিয়াদ, যা তাদের পরিবারের ইতিহাসে প্রথম।

এলাকাবাসী রিয়াদের উত্থান নিয়ে বেশ কিছুদিন যাবৎ নানা সন্দেহ প্রকাশ করে আসছিলেন। তাদের ভাষ্যমতে, রিয়াদের আয়-উপার্জনের দৃশ্যমান কোনো উৎস ছিল না।

চাঁদার টাকায় নাহিদের শিষ্য রিয়াদের পাকা ভবন নির্মাণ
চাঁদার টাকায় নাহিদের শিষ্য রিয়াদের পাকা ভবন নির্মাণ

অথচ খুব অল্প সময়েই বিত্ত-বৈভবে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। নিজেকে পরিচয় দেন একজন ছাত্রপ্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে।

প্রসঙ্গত, সমন্বয়ক পরিচয়ে রোববার আবদুল রাজ্জাক রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় যান। ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। পুলিশকে বিষয়টি জানালে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদসহ পাঁচ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে। ওই সময় কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যায়।