উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও হংকং
এশিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ

- সর্বশেষ আপডেট ০৫:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 70
সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে পর্দা উঠছে এশিয়া কাপের ১৭তম আসরের। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর আয়োজন করা হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে তিন লাখ মার্কিন ডলার, যা গত আসরের তুলনায় প্রায় দেড়গুণ বেশি।
বাংলাদেশ এবার ১৫তমবারের মতো অংশ নিচ্ছে এশিয়া কাপে। নিজেদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
অন্যদিকে, ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতা ভারত-পাকিস্তান লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। দুই দলের সাম্প্রতিক দ্বন্দ্বের কারণে এ ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের মাঠে বিপুলসংখ্যক ভারতীয় ও পাকিস্তানি সমর্থকের উপস্থিতিতে স্টেডিয়াম পরিণত হবে উৎসবমুখর পরিবেশে।
প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে ফাইনালে। ফলে ভারত-পাকিস্তান একাধিকবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
টুর্নামেন্টে ভারত সর্বাধিক ৮ বার, শ্রীলঙ্কা ৬ বার এবং পাকিস্তান ২ বার শিরোপা জিতেছে। এবারের আসরে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ ও আফগানিস্তান।