খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায়
উপকূলীয় দুর্গাপূজা মণ্ডপে কোস্ট গার্ডের বিশেষ নিরাপত্তা

- সর্বশেষ আপডেট ০৭:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 64
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে ৪৪টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১ অক্টোবর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠার প্রাথমিক সময় থেকেই কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, বিভিন্ন ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় খুলনা জেলার রূপসা, কয়রা ও দাকোপ, বাগেরহাট জেলার মোংলা, শরণখোলা ও মোড়লগঞ্জ এবং সাতক্ষীরা জেলার শ্যামনগরের ৪৪টি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে কোনো নাশকতা রোধ, উপাসনালয় ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনসাধারণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে না ওঠা, লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না ওঠার বিষয়ে সচেতনতা প্রচার চালাচ্ছে কোস্ট গার্ড। একই সঙ্গে প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে দুর্ঘটনা মোকাবিলায় বিশেষ ডুবুরি দলও প্রস্তুত থাকবে।
এছাড়া, পূজা মণ্ডপে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “আমরা চাই দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদভাবে উদ্যাপন করুক।”
তিনি আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের এ জননিরাপত্তামূলক কার্যক্রম প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।