০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় দুই পুলিশকে হত্যার পর সহকর্মীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ১০:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 44

ভারতীয় দুই পুলিশকে হত্যার পর সহকর্মীর আত্মহত্যা

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই জওয়ানকে গুলি করে হত্যা করেছেন তাদেরই সহকর্মী। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। এরপর হামলাকারী নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মণিপুরে এ ঘটনা ঘটে। পুলিশের বিশেষ ইউনিটের ওই সদস্যরা অশান্ত রাজ্যটিতে মোতায়েন ছিলেন।

দেশটির পুলিশের বরাতে ঘটনার বর্ণনা দিয়েছে হিন্দুস্তান টাইমস। কর্মকর্তারা জানিয়েছেন, ইম্ফল পশ্চিম জেলার লামসাং-এ অবস্থিত সিআরপিএফ ক্যাম্পে রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ওই জওয়ান কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এফ-১২০ কোম্পানির সদস্য ছিলেন।

মণিপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইম্ফল পশ্চিম জেলার লামসাং-এ একটি সিআরপিএফ ক্যাম্পের ভেতরে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একজন সিআরপিএফ জওয়ান গুলি চালিয়ে তার নিজের দুই সহকর্মীকে ঘটনাস্থলেই হত্যা করে এবং আটজনকে আহত করেন।

পরে সেই জওয়ান তার সার্ভিস অস্ত্র দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। কেন তিনি এমন সহিংস পদক্ষেপ নিলেন তার বিস্তারিত এখনও জানা যায়নি। খবর পেয়ে মণিপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআরপিএফ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

তবে এ ঘটনায় সিআরপিএফ চুপ। তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

ভারতীয় দুই পুলিশকে হত্যার পর সহকর্মীর আত্মহত্যা

সময় ১০:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই জওয়ানকে গুলি করে হত্যা করেছেন তাদেরই সহকর্মী। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। এরপর হামলাকারী নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মণিপুরে এ ঘটনা ঘটে। পুলিশের বিশেষ ইউনিটের ওই সদস্যরা অশান্ত রাজ্যটিতে মোতায়েন ছিলেন।

দেশটির পুলিশের বরাতে ঘটনার বর্ণনা দিয়েছে হিন্দুস্তান টাইমস। কর্মকর্তারা জানিয়েছেন, ইম্ফল পশ্চিম জেলার লামসাং-এ অবস্থিত সিআরপিএফ ক্যাম্পে রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ওই জওয়ান কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এফ-১২০ কোম্পানির সদস্য ছিলেন।

মণিপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইম্ফল পশ্চিম জেলার লামসাং-এ একটি সিআরপিএফ ক্যাম্পের ভেতরে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একজন সিআরপিএফ জওয়ান গুলি চালিয়ে তার নিজের দুই সহকর্মীকে ঘটনাস্থলেই হত্যা করে এবং আটজনকে আহত করেন।

পরে সেই জওয়ান তার সার্ভিস অস্ত্র দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। কেন তিনি এমন সহিংস পদক্ষেপ নিলেন তার বিস্তারিত এখনও জানা যায়নি। খবর পেয়ে মণিপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআরপিএফ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

তবে এ ঘটনায় সিআরপিএফ চুপ। তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।