০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
আকর্ষণের কেন্দ্রবিন্দু ফার্নিচার ও হস্তশিল্প

দিঘীনালায় ৮৪ বছরের পুরোনো শিব মেলা

নিজস্ব প্রতিবেদক, দিঘীনালা
  • সময় ০৩:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 73

দিঘীনালায় শিব মেলা

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার শিব মন্দির মাঠে শুরু হয়েছে ৮৪ বছরের পুরোনো ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী শিব মেলা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই মেলায় ২১৫টি স্টলে ব্যবসায়ীরা নানা পণ্য ও অফার নিয়ে অংশ নিয়েছেন।

বিনা টিকিটে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। মন্দির প্রাঙ্গণে প্রতিদিন রাতে কীর্তনের আয়োজন থাকছে, যা মেলার অন্যতম আকর্ষণ। স্থানীয় বাসিন্দারা সারা বছর এই মেলার অপেক্ষায় থাকেন, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এখানে মানুষ সমাগম হয়।

এই মেলার প্রধান আকর্ষণ বাহারি ডিজাইনের ফার্নিচার। এছাড়াও থাকছে হস্তশিল্প সামগ্রী, ঘরোয়া খাবার, হাতে তৈরি পোশাক, শিশুদের নান্দনিক পোশাক, নারীদের সাজসজ্জার সামগ্রী, থ্রি-পিস, টু-পিস, মৃৎশিল্পসহ নানা ধরনের পণ্য।

দিঘীনালায় শিব মেলা
দিঘীনালায় শিব মেলা

শিব মেলা উদযাপন কমিটির সভাপতি শিবু চন্দ্র দে জানান, প্রশাসনের সহযোগিতায় মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থী ও দোকানদারদের কোনো অসুবিধা যেন না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শতাধিক স্বেচ্ছাসেবক পালাক্রমে দায়িত্ব পালন করছেন।

প্রায় ৮৪ বছর ধরে দিঘীনালার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই মেলার আয়োজন হয়ে আসছে। বংশপরম্পরায় চলে আসা এই আয়োজন প্রতি বছর ফাল্গুন মাসের ১৩ তারিখে শুরু হয় এবং চলে তিন দিন। এবারের মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

শেয়ার করুন

আকর্ষণের কেন্দ্রবিন্দু ফার্নিচার ও হস্তশিল্প

দিঘীনালায় ৮৪ বছরের পুরোনো শিব মেলা

সময় ০৩:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার শিব মন্দির মাঠে শুরু হয়েছে ৮৪ বছরের পুরোনো ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী শিব মেলা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই মেলায় ২১৫টি স্টলে ব্যবসায়ীরা নানা পণ্য ও অফার নিয়ে অংশ নিয়েছেন।

বিনা টিকিটে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। মন্দির প্রাঙ্গণে প্রতিদিন রাতে কীর্তনের আয়োজন থাকছে, যা মেলার অন্যতম আকর্ষণ। স্থানীয় বাসিন্দারা সারা বছর এই মেলার অপেক্ষায় থাকেন, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এখানে মানুষ সমাগম হয়।

এই মেলার প্রধান আকর্ষণ বাহারি ডিজাইনের ফার্নিচার। এছাড়াও থাকছে হস্তশিল্প সামগ্রী, ঘরোয়া খাবার, হাতে তৈরি পোশাক, শিশুদের নান্দনিক পোশাক, নারীদের সাজসজ্জার সামগ্রী, থ্রি-পিস, টু-পিস, মৃৎশিল্পসহ নানা ধরনের পণ্য।

দিঘীনালায় শিব মেলা
দিঘীনালায় শিব মেলা

শিব মেলা উদযাপন কমিটির সভাপতি শিবু চন্দ্র দে জানান, প্রশাসনের সহযোগিতায় মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থী ও দোকানদারদের কোনো অসুবিধা যেন না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শতাধিক স্বেচ্ছাসেবক পালাক্রমে দায়িত্ব পালন করছেন।

প্রায় ৮৪ বছর ধরে দিঘীনালার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই মেলার আয়োজন হয়ে আসছে। বংশপরম্পরায় চলে আসা এই আয়োজন প্রতি বছর ফাল্গুন মাসের ১৩ তারিখে শুরু হয় এবং চলে তিন দিন। এবারের মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত