১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
নেতৃত্বে নাহিদ-আখতার

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৫:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 39

নাহিদ-আখতার (ফাইল ফটো)

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম, আর সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন।

দলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচিত হয়েছেন।

আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির চারজন দায়িত্বশীল নেতা দলের নাম ও গুরুত্বপূর্ণ পদগুলোর বিষয়ে নিশ্চিত করেছেন।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশের অপেক্ষায়। দলটির নেতারা জানিয়েছেন, এটি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল হবে এবং কোনোভাবেই ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠবে না। আত্মপ্রকাশের পরপরই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে।

শেয়ার করুন

নেতৃত্বে নাহিদ-আখতার

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’

সময় ০৫:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম, আর সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন।

দলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচিত হয়েছেন।

আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত জাতীয় নাগরিক কমিটির চারজন দায়িত্বশীল নেতা দলের নাম ও গুরুত্বপূর্ণ পদগুলোর বিষয়ে নিশ্চিত করেছেন।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশের অপেক্ষায়। দলটির নেতারা জানিয়েছেন, এটি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল হবে এবং কোনোভাবেই ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠবে না। আত্মপ্রকাশের পরপরই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে।