০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ডিআইজির সামনেই ট্রাক প্রতি ‘দুই হাজার টাকা’ ঘুষের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সময় ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 55

ঘুষের অভিযোগ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচলের জন্য ট্রাক প্রতি দুই হাজার টাকা ঘুষ দিতে হয়— হাইওয়ে পুলিশের ডিআইজির সামনেই এমন অভিযোগ তুলেছেন কক্সবাজারের পরিবহন শ্রমিক নেতা ফয়েজ আহমেদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহপুরী হাইওয়ে থানার আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে-তে তিনি এই অভিযোগ করেন। সভার আয়োজন করেন শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মাহাবুল কবির।

শ্রমিক-মালিকদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন উখিয়া থানা বহুমুখী মোটর চালক সমবায় সমিতির সভাপতি নাজিম হোসেন (নাজু কোম্পানি)। তিনি মহাসড়কের নানা সমস্যার পাশাপাশি অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের—বিশেষ করে উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর মতো ব্যক্তিদের সভায় আমন্ত্রণ জানানো হয়নি কেন, সেটি নিয়েও প্রশ্ন তুলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস-পূর্ব) হাবিবুর রহমান খান। তিনি বলেন, “৫ আগস্টের আগে পুলিশ কিছু প্রভাবশালীর পকেটে ছিল, কিন্তু এখন সময় বদলেছে। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, পুলিশের ভুলত্রুটি শুধরে নিতে জনগণের সহযোগিতা প্রয়োজন। পুলিশকে নাগরিকদের হয়রানি না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের এডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম। তিনি স্পষ্ট ভাষায় বলেন,

“আইন সবার জন্য সমান, পুলিশের জন্যও। কেউ অনিয়ম করলে আমাদের জানান, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

শাহপুরী হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কে গত দুই মাসে দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে, পাশাপাশি বেড়েছে ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহনের দৌরাত্ম্য।

তবে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিকরা। বরং ওসি মাহাবুল কবির যোগদানের পর চাঁদাবাজি আরও বেড়েছে বলে দাবি তাদের।

এ অবস্থায় শ্রমিক নেতারা অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশের সদর দপ্তরের ডিআইজি হাবিবুর রহমান খানের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

ডিআইজির সামনেই ট্রাক প্রতি ‘দুই হাজার টাকা’ ঘুষের অভিযোগ

সময় ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচলের জন্য ট্রাক প্রতি দুই হাজার টাকা ঘুষ দিতে হয়— হাইওয়ে পুলিশের ডিআইজির সামনেই এমন অভিযোগ তুলেছেন কক্সবাজারের পরিবহন শ্রমিক নেতা ফয়েজ আহমেদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহপুরী হাইওয়ে থানার আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে-তে তিনি এই অভিযোগ করেন। সভার আয়োজন করেন শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মাহাবুল কবির।

শ্রমিক-মালিকদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন উখিয়া থানা বহুমুখী মোটর চালক সমবায় সমিতির সভাপতি নাজিম হোসেন (নাজু কোম্পানি)। তিনি মহাসড়কের নানা সমস্যার পাশাপাশি অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের—বিশেষ করে উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর মতো ব্যক্তিদের সভায় আমন্ত্রণ জানানো হয়নি কেন, সেটি নিয়েও প্রশ্ন তুলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস-পূর্ব) হাবিবুর রহমান খান। তিনি বলেন, “৫ আগস্টের আগে পুলিশ কিছু প্রভাবশালীর পকেটে ছিল, কিন্তু এখন সময় বদলেছে। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, পুলিশের ভুলত্রুটি শুধরে নিতে জনগণের সহযোগিতা প্রয়োজন। পুলিশকে নাগরিকদের হয়রানি না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের এডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম। তিনি স্পষ্ট ভাষায় বলেন,

“আইন সবার জন্য সমান, পুলিশের জন্যও। কেউ অনিয়ম করলে আমাদের জানান, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

শাহপুরী হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কে গত দুই মাসে দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে, পাশাপাশি বেড়েছে ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহনের দৌরাত্ম্য।

তবে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিকরা। বরং ওসি মাহাবুল কবির যোগদানের পর চাঁদাবাজি আরও বেড়েছে বলে দাবি তাদের।

এ অবস্থায় শ্রমিক নেতারা অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশের সদর দপ্তরের ডিআইজি হাবিবুর রহমান খানের হস্তক্ষেপ কামনা করেন।