১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রামপুরায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৬:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 29

রামপুরায় বাসে আগুন

রাজধানী ঢাকার রামপুরার ওয়াপদা রোড এলাকায় রমজান বাসের চাপায় মো. আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে এবং বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান— হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বাসটিতে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রমজান বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছালেও, তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

রামপুরায় বাসে আগুন

সময় ০৬:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানী ঢাকার রামপুরার ওয়াপদা রোড এলাকায় রমজান বাসের চাপায় মো. আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে এবং বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান— হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বাসটিতে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রমজান বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছালেও, তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।