০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চাপ ও তহবিল সংগ্রহের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সিনিয়র প্রতিবেদক
  • সময় ১১:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 19

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে, রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা (তহবিল) নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাই তাদের প্রত্যাবাসনের মূল দায়িত্বও মিয়ানমারের। কিন্তু মিয়ানমারের অনীহার কারণে এ প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের ওপর আরও চাপ সৃষ্টি করতে হবে।”

এদিকে, যুক্তরাষ্ট্র ইউএস-এইডের মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তা বন্ধ করায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিকল্প তহবিল সংগ্রহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারকে অনুরোধ জানান, অন্যান্য দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিত করতে।

ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসন প্রসঙ্গে হাইকমিশনার বলেন, “স্থানটি বসবাসের অনুপযুক্ত নয়, তবে সেখানে অর্থনৈতিক কর্মসংস্থানের সুযোগ সীমিত।” জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “দাতা সংস্থাগুলো এগিয়ে এলে ভাসানচরে কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে। বিশেষ করে গবাদিপশু লালন-পালন ও সংশ্লিষ্ট শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে।”

সাক্ষাৎকালে ইউএনএইচসিআরের এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ব্যুরোর ডাইরেক্টর হাই জুং জুন, ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুম্বুল রিজভীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

চাপ ও তহবিল সংগ্রহের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সময় ১১:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে, রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা (তহবিল) নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাই তাদের প্রত্যাবাসনের মূল দায়িত্বও মিয়ানমারের। কিন্তু মিয়ানমারের অনীহার কারণে এ প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের ওপর আরও চাপ সৃষ্টি করতে হবে।”

এদিকে, যুক্তরাষ্ট্র ইউএস-এইডের মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তা বন্ধ করায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিকল্প তহবিল সংগ্রহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারকে অনুরোধ জানান, অন্যান্য দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিত করতে।

ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসন প্রসঙ্গে হাইকমিশনার বলেন, “স্থানটি বসবাসের অনুপযুক্ত নয়, তবে সেখানে অর্থনৈতিক কর্মসংস্থানের সুযোগ সীমিত।” জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “দাতা সংস্থাগুলো এগিয়ে এলে ভাসানচরে কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে। বিশেষ করে গবাদিপশু লালন-পালন ও সংশ্লিষ্ট শিল্পের বিকাশের সম্ভাবনা রয়েছে।”

সাক্ষাৎকালে ইউএনএইচসিআরের এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ব্যুরোর ডাইরেক্টর হাই জুং জুন, ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুম্বুল রিজভীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।