ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরই মোংলা নদীতে সেতু নির্মাণ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সময় ০৬:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
  • / 44

মোংলা নদীতে সেতু নির্মাণ প্রকল্প

চলতি বছরেই মোংলা নদীর ওপর সেতু নির্মাণে কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ। দ্রুত সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করে এই জনপদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়েও আনতে চায় বিভাগটি। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় করেছে সড়ক ও জনপদ বিভাগ। বুধবার দুপুর ১২টায় মোংলার দিগরাজে সড়ক ও জনপদের বাংলোতে হাইডোলজি ও মরফোলজি স্টাডি রিপোর্ট ও সেতুর অবস্থান চূড়ান্ত করতে এই মতবিনিময় সভা করে তারা।

এসময় সড়ক ও জনপদের খুলনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, ইপিজেড ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা সুবিধাজনক স্থানে মোংলা নদীর ওপর সেতু নির্মাণের ওপর মত প্রকাশ করেন। মোংলা নদীর মাঝে ২০০ কিলোমিটার বাকি রেখে দুই পাড়ে দুটি পিলারের ওপর সেতুটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয় সভায়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরেই সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানায় সড়ক ও জনপদ বিভাগ। সেতুটি নির্মাণ হলে এই অঞ্চলের জনপদের দীর্ঘদিনের জনদূর্ভোগ দূর হবে বলে মনে করেন স্থানীয়রা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,  সড়ক ও জনপদের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, সেতু বিভাগ- ঢাকার নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল আলম ও সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ -৪ ঢাকার নির্বাহী প্রকৌশলী স্বপ্না বেগম সহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন

চলতি বছরই মোংলা নদীতে সেতু নির্মাণ প্রকল্প

সময় ০৬:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারি ২০২৫

চলতি বছরেই মোংলা নদীর ওপর সেতু নির্মাণে কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ। দ্রুত সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করে এই জনপদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়েও আনতে চায় বিভাগটি। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় করেছে সড়ক ও জনপদ বিভাগ। বুধবার দুপুর ১২টায় মোংলার দিগরাজে সড়ক ও জনপদের বাংলোতে হাইডোলজি ও মরফোলজি স্টাডি রিপোর্ট ও সেতুর অবস্থান চূড়ান্ত করতে এই মতবিনিময় সভা করে তারা।

এসময় সড়ক ও জনপদের খুলনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, ইপিজেড ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা সুবিধাজনক স্থানে মোংলা নদীর ওপর সেতু নির্মাণের ওপর মত প্রকাশ করেন। মোংলা নদীর মাঝে ২০০ কিলোমিটার বাকি রেখে দুই পাড়ে দুটি পিলারের ওপর সেতুটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয় সভায়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরেই সমীক্ষা চালিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানায় সড়ক ও জনপদ বিভাগ। সেতুটি নির্মাণ হলে এই অঞ্চলের জনপদের দীর্ঘদিনের জনদূর্ভোগ দূর হবে বলে মনে করেন স্থানীয়রা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,  সড়ক ও জনপদের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, সেতু বিভাগ- ঢাকার নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল আলম ও সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ -৪ ঢাকার নির্বাহী প্রকৌশলী স্বপ্না বেগম সহ অন্যান্য কর্মকর্তারা।