সিঁধ কেটে ধর্ষণ, বাড়ি ঘেরাও করে যুবককে ধরল জনতা
- সর্বশেষ আপডেট ০৬:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 85
ফরিদপুরের সালথায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রিপন মোল্যাকে (৩৫) আজ বুধবার দুপুরে আটক করেছে পুলিশ।
সালথার সোনাপুরে ধর্ষণের শিকার নারীর স্বামী পেশায় দিনমজুর। তিনি কাজের জন্য ৮ দিন ধরে বাড়ির বাইরে ছিলেন। ওই ব্যক্তি জানান, তার স্ত্রী দুই সন্তান নিয়ে মঙ্গলবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক তিনটার দিকে রিপন সিঁধ কেটে ঘরে ঢুকে পরে। পরে তার স্ত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
এলাকাবাসী জানান, বুধবার সকালে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রিপনকে তার বাড়িতে আটকে রাখে। সংবাদ পেয়ে পুলিশ গেলে দুপুরে তাদের কাছে তুলে দেওয়া হয়।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, “ঘরের সিঁধ কেটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


































