ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার জনসভা: ভারতের কোর্টে বল ঠেলে দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / 1502

জনসমাবেশে যোগ দিচ্ছেন শেখ হাসিনা

৮ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা যোগ দিবেন এ সংক্রান্ত একটি নিউজ গতকাল প্রকাশ করেছিল বাংলা অ্যাফেয়ার্স। প্রতিষ্ঠানের বিশেষ প্রতিনিধি সাংবাদিক উৎপল দাসের করা ‘বিশাল জনসমাবেশে যোগ দিচ্ছেন শেখ হাসিনা’ এই শিরোনামের সংবাদটি প্রকাশের পর তা নিয়ে আজ বৃহস্পতিবার মতামত দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্তরাজ্যের জনসমাবেশে যুক্ত হবেন- তা ভারত জানে, তারাই ভালো বলতে পারবে বলে ওই দেশটির কোর্টে বল ঠেলে দেয়া হয়েছে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে, যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ। সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন?

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়

জবাবে রফিকুল আলম বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, এ রকম একটা রাজনৈতিক মিটিং আছে। উনি (শেখ হাসিনা) বক্তৃতা দেবেন। আপনারা যে রকম জানেন আমরাও সে রকম জানি। কিভাবে এটা ফেসিলেটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন- তারা এটা ভালো বলতে পারবেন।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছে। প্রবাসী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ইতিমধ্যেই নেতাকর্মীদের জনসমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছেন।

সুলতান মাহমুদ শরীফ বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, তিনি (শেখ হাসিনা) আমাদের জনসমাবেশে ভাচুয়ালি যোগ দিবেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর দুইটায় লন্ডনের মিলনার রোডে অবস্থিত ইমপ্রেশেন ইভেন্ট ভেন্যুতে যোগ দিতে নেতাকর্মীদের ডেকেছেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট সোমবার দুপুরে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সামরিক হেলিকপ্টারে প্রথমে ত্রিপুরার আগরতলা ও পরে সেখান থেকে বিশেষ বিমানে দিল্লি পৌঁছান।

এরপরপরই ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে আন্দোলনকারীরা এবং ওই দিন বিকেলেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় ধানমণ্ডি ৩২ নাম্বারের বঙ্গবন্ধু ভবন ও জাদুঘর। হামলা হয় শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনেও।

এরপর সারাদেশে দলটির বহু সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়িঘরে হামলা হয়েছে সারাদেশে।

৮ আগস্ট বাংলাদেশে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার গঠিত হয় এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে শপথ  গ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনার জনসভা: ভারতের কোর্টে বল ঠেলে দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ আপডেট ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

৮ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা যোগ দিবেন এ সংক্রান্ত একটি নিউজ গতকাল প্রকাশ করেছিল বাংলা অ্যাফেয়ার্স। প্রতিষ্ঠানের বিশেষ প্রতিনিধি সাংবাদিক উৎপল দাসের করা ‘বিশাল জনসমাবেশে যোগ দিচ্ছেন শেখ হাসিনা’ এই শিরোনামের সংবাদটি প্রকাশের পর তা নিয়ে আজ বৃহস্পতিবার মতামত দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্তরাজ্যের জনসমাবেশে যুক্ত হবেন- তা ভারত জানে, তারাই ভালো বলতে পারবে বলে ওই দেশটির কোর্টে বল ঠেলে দেয়া হয়েছে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে, যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ। সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন?

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়

জবাবে রফিকুল আলম বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, এ রকম একটা রাজনৈতিক মিটিং আছে। উনি (শেখ হাসিনা) বক্তৃতা দেবেন। আপনারা যে রকম জানেন আমরাও সে রকম জানি। কিভাবে এটা ফেসিলেটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন- তারা এটা ভালো বলতে পারবেন।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছে। প্রবাসী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ইতিমধ্যেই নেতাকর্মীদের জনসমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছেন।

সুলতান মাহমুদ শরীফ বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, তিনি (শেখ হাসিনা) আমাদের জনসমাবেশে ভাচুয়ালি যোগ দিবেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর দুইটায় লন্ডনের মিলনার রোডে অবস্থিত ইমপ্রেশেন ইভেন্ট ভেন্যুতে যোগ দিতে নেতাকর্মীদের ডেকেছেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট সোমবার দুপুরে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সামরিক হেলিকপ্টারে প্রথমে ত্রিপুরার আগরতলা ও পরে সেখান থেকে বিশেষ বিমানে দিল্লি পৌঁছান।

এরপরপরই ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে আন্দোলনকারীরা এবং ওই দিন বিকেলেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় ধানমণ্ডি ৩২ নাম্বারের বঙ্গবন্ধু ভবন ও জাদুঘর। হামলা হয় শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনেও।

এরপর সারাদেশে দলটির বহু সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়িঘরে হামলা হয়েছে সারাদেশে।

৮ আগস্ট বাংলাদেশে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার গঠিত হয় এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে শপথ  গ্রহণ করেন।