ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১০:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 128

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ার জেরে ছুরিকাঘাতে মো. রামেল মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রামেল মিয়া উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিল নাঈম (২০) ও তার সহযোগীরা। নাঈম তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। গাঁজা সেবন নিয়ে কয়েক দিন আগে রামেলের সঙ্গে নাঈম ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়। তখন নাঈমরা রামেলকে খুন করার হুমকি দেয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে নাঈম ও তার সহযোগীরা রামেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রামেলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

পরে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

সর্বশেষ আপডেট ১০:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ার জেরে ছুরিকাঘাতে মো. রামেল মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রামেল মিয়া উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিল নাঈম (২০) ও তার সহযোগীরা। নাঈম তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। গাঁজা সেবন নিয়ে কয়েক দিন আগে রামেলের সঙ্গে নাঈম ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়। তখন নাঈমরা রামেলকে খুন করার হুমকি দেয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে নাঈম ও তার সহযোগীরা রামেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রামেলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

পরে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।