নিজস্ব প্রতিবেদক, নড়াইল
পুকুরে ভাই-বোনের মরদেহ, বাবা-মায়ের দাবি ভিন্ন
- সর্বশেষ আপডেট ০৮:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 59
নড়াইলের নড়াগাতীতে একটি পুকুরে দুই ভাইবোনের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবানন্দপুর গ্রামে তাদের লাশ ভেসে ওঠে।
ভুক্তভোগীদের বাবা আজিবর শেখ দাবি করেছেন, তার সন্তানরা সাঁতার জানতো না এবং পুকুরে গোসলে নেমে তারা ডুবে মারা গেছে।
অন্যদিকে, মা বেবি বেগম বলেন, তার মেয়ে তাসলিমা সাঁতার জানতো। তিনি সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। বেবি বেগম জানান, ‘৯ মাস আগে স্বামী ও তার ভাইয়েরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে স্বামী দ্বিতীয় বিয়ে করেন। এবার সন্তানদের হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। এখন তারা ডুবে মারা গেছে বলে দাবি করছে।’
নিহতরা হলো আজিবর শেখ ও বেবি বেগম দম্পতির দুই সন্তান। কন্যা তাসলিমা খানম দশম শ্রেণিতে এবং ছেলে কাওসার শেখ দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। স্থানীয়দের মতে, মঙ্গলবার বিকেলে তারা বাড়ির পাশে ঘুরতে বের হয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানিয়েছেন, মায়ের অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


































