রোহিঙ্গা ক্যাম্পে আন্দোলন
`নো মোর রিফিউজি লাইফ’

- সর্বশেষ আপডেট ০৮:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / 135
নিজস্ব প্রতিবেদক, উখিয়া
সেনাবাহিনীর হত্যা,ধর্ষণ ও নিপীড়নের শিকার রাখাইনের জন্ম ভূমি থেকে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা শরণার্থীরা স্বদেশে ফেরার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন উক্ত সমাবেশ ও। নিজ দেশে ফিরে যেতে সমাবেশ করেছে রোহিঙ্গা তরুণরা। তাদের প্রধান স্লোগান ছিল `নো মোর রিফিউজি লাইফ’।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টায় কক্সবাজারের উখিয়ার ক্যাম্প সংলগ্ন মাঠে ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান এ সমাবেশের আয়োজন করে।
রোহিঙ্গা নেতা মাস্টার দিল মোহাম্মদ বলেন, সমাবেশে সব রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকতে ও আরাকানে ফিরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়।
মিয়ানমারের ফিরে যেতে তরুণরা ক্যাম্পে আরও সচেতনতা বাড়ানোর জন্য কার করার কথা জানান তিনি।
‘ Youths Movement for Arakan! এবং NO MORE REFUGEE LIEE তাদের ব্যানারে এমন লেখা ছিল।
এসময় আরও বক্তব্য রাখেন হাফেজ ছৈয়দুল আমিন,ও সুমিন ক্যাম্প ১৫ এর তাদের বক্তব্যরা আরও বলেন রোহিঙ্গা যুব আন্দোলনে যোগদানের ঘোষণা যুব সমাজ এবং সহকর্মী সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের ঘোষণা “রোহিঙ্গা যুব আন্দোলন সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমাদের কণ্ঠস্বরকে প্রসারিত করার একটি সম্মিলিত প্রচেষ্টা। এই আন্দোলনটি আমাদের জনগণের জন্য ঐক্যবদ্ধ, সহযোগিতা এবং প্রভাবশালী পরিবর্তন সৃষ্টি করার একটি সুযোগ।
পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাগ্য নির্ধারণের শক্তি ও দৃষ্টি রাখি। এই আন্দোলনের মাধ্যমে। “আমরা বিশ্বাস করি একটি সম্প্রদায়ের পরিবর্তন আনতে তরুণরাই সবচেয়ে বেশি প্রভাবশালী” এই প্রান্তিক জনগোষ্ঠীর যুবক হিসেবে আমাদের দায়িত্ব বোঝা উচিত এবং আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করা উচিত বলে জানান।
এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা যুবকরা ক্যাম্পে একটি সমাবেশ করেছেন। সমাবেশটি দুপুরের দিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য এপিবিএন পুলিশের টিম জোরদার করা হয়েছে, দুপুর ২ টায় এ সমাবেশ শেষ হয়।