ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছয় বছর পর নতুনভাবে ফিরছে সিআইডি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 276

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি। টানা ২০ বছর দর্শক ডুবে ছিল গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে।

এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে। ২০১৮ সালে শেষ হয়ে গেলেও এখনো সিআইডি পুরোনো পর্বগুলো ইউটিউবে উপভোগ করেন দর্শক। ছয় বছর পর নতুনভাবে ফিরছে সিআইডি।

গত সিজনের মতো এবারও মূল তিনটি চরিত্রে দেখা যাবে শিবাজি সাতাম (এসিপি প্রদ্যুমান), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ) ও দয়ানন্দ শেঠি (সিনিয়র ইন্সপেক্টর দয়া)। তবে নেই ফেডরিক্স চরিত্রে জনপ্রিয়তা পাওয়া দীনেশ ফাডনিশ। গত বছরের ৫ ডিসেম্বর মারা গেছেন এই অভিনেতা।

পুরোনোদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্র যোগ হবে নতুন সিজনে

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছয় বছর পর নতুনভাবে ফিরছে সিআইডি

সর্বশেষ আপডেট ০৫:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি। টানা ২০ বছর দর্শক ডুবে ছিল গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে।

এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে। ২০১৮ সালে শেষ হয়ে গেলেও এখনো সিআইডি পুরোনো পর্বগুলো ইউটিউবে উপভোগ করেন দর্শক। ছয় বছর পর নতুনভাবে ফিরছে সিআইডি।

গত সিজনের মতো এবারও মূল তিনটি চরিত্রে দেখা যাবে শিবাজি সাতাম (এসিপি প্রদ্যুমান), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ) ও দয়ানন্দ শেঠি (সিনিয়র ইন্সপেক্টর দয়া)। তবে নেই ফেডরিক্স চরিত্রে জনপ্রিয়তা পাওয়া দীনেশ ফাডনিশ। গত বছরের ৫ ডিসেম্বর মারা গেছেন এই অভিনেতা।

পুরোনোদের সঙ্গে নতুন কয়েকটি চরিত্র যোগ হবে নতুন সিজনে